Shundori Romoni Lyrics (সুন্দরী রমণী) Tasrif Khan | Kureghor Band

Shundori Romoni Lyrics by Tasrif Khan : Shundori Romoni Song Is Sung by Tasrif Khan from Kureghor Bangla Band . Music Composed by Alvee Al Berunee. O Sundori Romoni Lyrics In Bengali Written by Tasrif Khan. Starring: Kureghor Band, Shanto, Anan, Adrita, Shihab, Afrin, Oishi And Shantona.

Song : Shundori Romoni

Vocal, Tune & Lyrics : Tasrif Khan

Music : Alvee Al Berunee

Director : Farhan Ahmed Rafat

Produced by : Kureghor Band

DOP : Rajon RoMm

Choreographer : SShibram Sharma

Dance Choreographer : Saif Reihan

Shundori Romoni Song Lyrics In Bengali :

ও সুন্দরী রমণী

বাপের টাকায় ফুটানি,

আটা ময়দার সাজুনি

আর ছেলে চাও খানদানি৷  

তুমি টিকটকের সুপারস্টার 

হাজার হাজার ফলোয়ার,

কেমন যেন ব্যাবহার

বেইল নাই যে আর তোমার৷ 

শেষ হলো মাথায় ভেঙে কাঁঠাল খাওয়ার দিন  

যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন,

তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর 

এবার সময় হলো মুখের উপর বলে দেবার। 

ও সুন্দরী রমণী

বাপের টাকায় ফুটানি,

আটা ময়দার সাজুনি

আর ছেলে চাও খানদানি৷  

তুমি টিকটকের সুপারস্টার 

হাজার হাজার ফলোয়ার,

কেমন যেন ব্যাবহার

বেইল নাই যে আর তোমার৷৷ 

তুমি বাপের বড় ছেলেদেরও ডাকো নামধরে

তোমার কমনসেন্সের এত অভাব হয় কেমন করে?

নিজে অনার্স বিএ পাশ না করেই চাও বিসিএস স্বামি 

হিপোক্রেসির ত ভাই লিমিট আছে বুঝবা কবে তুমি?

শেষ হলো মাথায় ভেঙে কাঁঠাল খাওয়ার দিন  

যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন,

তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর 

এবার সময় হলো মুখের উপর বলে দেবার। 

ও সুন্দরী রমণী

বাপের টাকায় ফুটানি,

আটা ময়দার সাজুনি

আর ছেলে চাও খানদানি৷  

তুমি টিকটকের সুপারস্টার 

হাজার হাজার ফলোয়ার,

কেমন যেন ব্যাবহার

বেইল নাই যে আর তোমার৷৷ 

ছেলে হলে বুঝতা কত ধানে কত চাল

বেকার মুখে মিস্টি খেলেও লাগত ঠোঁটে ঝাল, 

বুচ্ছি তুমি মহারানি, চাঁদের দেশে থাকো 

এখন ব্যাস্ত আমি সাইডে চাপো একটু শান্তি রাখো।

শেষ হলো মাথায় ভেঙে কাঁঠাল খাওয়ার দিন  

যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন,

তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর 

এবার সময় হলো মুখের উপর বলে দেবার। 

ও সুন্দরী রমণী

বাপের টাকায় ফুটানি,

আটা ময়দার সাজুনি

আর ছেলে চাও খানদানি৷   

তুমি টিকটকের সুপারস্টার 

হাজার হাজার ফলোয়ার, 

কেমন যেন ব্যাবহার

বেইল নাই যে আর তোমার।। 

ও সুন্দরী রমণী লিরিক্স - তাসরিফ খান :

O shundori ramani

Baaper takay futani

Aata moydar sajuni

Aar chele chao khandani

Tumi tiktok er superstar

Hajar hajar follower

Kemon jeno bebohar

Bail nai je aar tomar

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Amar Dehokhan Lyrics (আমার দেহখান) Odd Signature

Andho Kore Dao Lyrics (অন্ধ করে দাও) Debdeep Mukhopadhyay

Oboshor Lyrics (অবসর) Mountain Melo Band