Tumi Je Amar Thikana Lyrics (তুমি যে আমার ঠিকানা) Habib Wahid | Nancy

Tumi Je Amar Thikana Lyrics by Habib Wahid And Nancy : Tumi Je Amar Thikana Reprise Version Song Is Sung by Habib And Nancy . Music Composed by Habib Wahid And Song Lyrics Written by Ilias Molla.

Song Name : Tumi Je Amar Thikana

Singers : Habib & Nancy

Tune & music : Habib Wahid

Lyrics : Ilias Molla

Video Production : HW Productions

Tumi Je Amar Thikana Song Lyrics In Bengali : মনের ভাষা বলেছি,

সুখের আশা করেছি,

তোমাকে আমি পেয়েছি, ভালোবেসেছি।

জীবন জুড়ে তুমি থাকোনা

তুমি যে আমার ঠিকানা,

তোমায় নিয়ে যত ভাবনা

এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।

মনের ভাষা বলেছি,

সুখের আশা করেছি,

তোমাকে আমি পেয়েছি, ভালোবেসেছি।

মেহেদী রাঙা এই দু'হাতে

রাখি তোমায় জড়িয়ে,

হাসিতে আর ফুল সোহাগে দেবো ভরিয়ে।

একটি দুটি মায়াবী রাতে

কে যে আলো জ্বালিয়ে,

মন যেতে চায়, তাই মন দিয়েছি।

বলিনি আমি তোমাকে ছাড়া

যাবো অন্য পথে,

তুমি যেওনা যেন আমার আড়ালে।

জীবন জুড়ে তুমি থাকোনা

তুমি যে আমার ঠিকানা,

তোমায় নিয়ে যত ভাবনা

এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।

মনের ভাষা বলেছি,

সুখের আশা করেছি,

তোমাকে আমি পেয়েছি, ভালোবেসেছি।

বন্ধু হলাম দুঃখ রাতে

তুমি আমি দুজনে,

হয়তো সেই ভুল আঁধারে

পাবো আলো জীবনে।

কখনো রোদ ইন্দ্রধনু আমাদের বাগানে

কখনো আসে যায় সঙ্গোপনে..

বলিনি আমি তোমাকে ছাড়া

যাবো অন্য পথে,

তুমি যেওনা যেন আমার আড়ালে।

জীবন জুড়ে তুমি থাকোনা

তুমি যে আমার ঠিকানা,

তোমায় নিয়ে যত ভাবনা

এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।

মনের ভাষা বলেছি,

সুখের আশা করেছি,

তোমাকে আমি পেয়েছি, ভালোবেসেছি।

তুমি যে আমার ঠিকানা লিরিক্স - হাবিব ওয়াহিদ ন্যান্সি :

Mone bhasaha bolechi

Sukher asha korechi

Tomake ami peyechi valobeshechi

Jibon jure tumi thakona

Tumi je amar thikana

Tomay niye joto vabona

Ei ami duti haat bariye dilam

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Amar Dehokhan Lyrics (আমার দেহখান) Odd Signature

Andho Kore Dao Lyrics (অন্ধ করে দাও) Debdeep Mukhopadhyay

Oboshor Lyrics (অবসর) Mountain Melo Band